শামসুল হক বাবু:
বাংলা একাডেমি মোড়ক উন্মোচন মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যানে ৯ এপ্রিল শুক্রবার বেলা ৪ ঘটিকায় আলোচিত ও ব্যতিক্রম ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাচেতনার একটি বইয়ের মোড়ক উন্মোচিত করা হয়েছে যে বইটির নাম আমরা সবাই কবি। লিখেছেন বিশিষ্ট আইনজীবী সাদা মনের মানুষ প্রিয় কবি আব্দুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও যৌথ প্রেম ও আমাদের কথোপকথন বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো প্রকাশিত হয়েছে নব সাহিত্য প্রকাশনী থেকে। জীবন চলার পথে সবাই কম বেশি সাহিত্যকে ভালোবাসেন।
কেউ প্রকাশ করতে পারেন কেউ বা পারেন না। তাই তো যাপিত জীবন, প্রকৃতি ও প্রেম ভালোবাসার একটি জীবন্ত পাণ্ডুলিপির অমূল্য ধ্যানধারণার বহিঃপ্রকাশ ঘটেছে। সত্যিই বইটি পড়ে পাঠক সমাজ মুগ্ধ এবং আমি বিমোহিত হয়েছেন।
প্রতিভাধর কবি এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ এই বইটির মাধ্যমে অনন্তকাল বেঁচে থাকবেন সাহিত্যপ্রেমীদের মনিকোঠায় এটাই সকলের আশা। এটি তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ। এ সময় বইটির লেখক তাঁর জানা অজানা অনেক কাহিনী তুলে ধরেন।
পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির এবং লেখকের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেছেন নির্বাচন কমিশন এর একান্ত সচিব মোঃ তকদির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কবি মাকসুদা বীথী।
এ সময় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু।