আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রক্তে ভেঁজা ফিলিস্তিন

কবি-সোহেল মাহমুদ

মুসলমানদের রক্তে যারা হাত করেছে লাল,
জবাব তারা ঠিকই পাবে আজকে না হয় কাল।
বুকের তাজা রক্ত দিয়ে খেলছে তারা হোলি,
ইহুদিরা জালিম ছিলো তাইতো আমরা বলি,
মুসলমানদের বুকে করছে নির্বিচারে গুলি।
এই নিশংসতা বর্বরতা কেমনে মোরা ভুলি।
পশ্চিমারা তামশা দেখে আজকে তারা চুপ,
মুসলমানরা দেখে নিল পশ্চিমাদের রূপ।
কোথায় গেলো মানবতা বিবেক তাদের অন্ধ,
মানুষ মরছে ধুকেধুকে ত্রাণ ঢুকাও বন্ধ।
মুসলমানরা এক না হলে মরবে ধুকেধুকে,
নির্বিচারে করবে গুলি মুসলমানদের বুকে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap