আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শরিয়তপুরে ৭৫ বছরের বিধবার ভুমি সংশোধন করার কথা বলে বসত বাড়ীর জমি লিখে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি

শরীয়তপুর জেলার এক প্রতিবন্ধি সন্তানের ৭৫ বছরের বিধবা মায়ের, জমির রেকট সংশোধন করার কথা বলে একমাত্র বসত বাড়ীর জমি লিখে নেওয়ার অভিযোগে উঠেছে।

শরীয়তপুর জেলার সখিপুর থানা এলাকায় বিধবা মহিলাঃ হাবেজা বেগম স্বামী মৃতঃ উম্মত আলী হাওলাদার সাং চর চান্দা বকাউল কান্দি। ইউনিয়নঃ ডি এম খালী থানাঃসখিপুর জেলাঃ শরীয়তপুর এর কাছ থেকে রেকট সংশোধনের কথা বলে তার বসত বাড়ীর জমি লিখে নেওয়ার অভিযোগ করেছেন একই এলাকার মোহাম্মদ আলীর নামে।

হাবেজা বেগম বলেন খবর পেয়ে হাবেজা  বেগম অভিযুক্ত মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে, কেন তার বসত বিটা লিখে নিয়েছে, মোহাম্মদ আলী অস্বীকার করে বলেন তার জমি দলিল করে নেননি।

পরবর্তিতে ভুক্তভূগী হাবেজা বেগম দলিলের নকল তুলে দেখতে পায় মোহাম্মদ আলী পিতাঃমৃত কাদির মাল, তার বসত ভিটা দলিল করে নিয়েছে, এ ব্যাপারে হাবেজা বেগম স্থানিয় মাতবরদের কাছে জানাতে চাইলে মোহাম্মদ আলী তাকে ভয়ভিতি দেখায় বলে জানায় বৃদ্ধা হাবেজা বেগম ।

হাবেজা বেগম অরো অভিযোগ করে বলেন, তার বসত বাড়ীর জমি লিখে নেওয়ার এই কাজে মোহাম্মদ আলীর সহযোগি ছিলেন একই এলাকার সাইফুল কাদের আখন, সাধারণ সম্পাদক ডি এম খালী ইউনিয়ন সেচ্চাসেবক লীগ ও ভেন্ডার এর সহযোগী হাবি খা, এ ছারাও দলিলের সাক্ষী আবজাল হোসেন বাবু গাজী। যারা স্থানিয় আওয়ামিলিগের রাজনিতির সাথে জরিত। তাই শরীয়তপুর জেলা প্রসাশনের ডিসি, মহোদয় সহ  সংশ্লিষ্ট প্রশাসন কতৃপক্ষের দৃষ্টিআর্কশন করে সঠিক তদন্ত স্বাপেক্ষে তার হারানো জমি ফেরত চেয়ে অভিযুক্তদের বিরুদ্বে ব্যাবস্তা গ্রহন করার আবেদন করেন, ৭৫ বছরের বিধবা বৃদ্ধা হাবেজা বেগম।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap