আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে পৃথক অভিযানে অস্ত্র ও গাড়ি সহ গ্রেফতার ৮

বিশেষ প্রতিনিধি , সাভার ঢাকা
সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল সহ ৮ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার( ৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) ও আশুলিয়া থানার এস আই অমিতাভ চৌধুরী (অমিত) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশীয় অস্ত্র উদ্ধার ও আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাতে আশুলিয়া থানার কুটুরিয়া এলাকা থেকে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই (নিঃ) শুভ মন্ডল ও একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিন ডাকাতকে আটক করে।
আটককৃত আসামীরা হলো, মোঃ মাসুম (২৮) খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বানরগাতী গ্রামের মোঃ বাচ্চু সরদারের ছেলে। মোঃ মেহেদী (২৫), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার পশারগাতী এলাকার, দেলোয়ার হোসেন @ ধলু শরীফ এর ছেলে। মোঃ বাহাদুর (৪১), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খলিশা ডহরা গ্রামের মৃত তফিল উদ্দিন এর ছেলে।
তাদের কাছ থেকে ০১ (এক) টি গ্রীল কাটার মেশিন, ০১ (এক) টি লোহার ছোরা, ০১ (এক) টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বহুদিন যাবত সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি করিয়া আসিতেছে।  উক্ত আসামীদের বিরুদ্ধে  আশুলিয়া থানায় একটি  মামলা রুজু করা হয়েছে।
একই দিনে সাভারের জামগড়া চৌরাস্তায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার, একটি মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র সহ চিহ্নিত ডাকাতসহ ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করেছে, আশুলিয়া থানার এসআই অমিতাভ চৌধুরী (অমিত)।
আটককৃত মোঃ জিসান মন্ডল (২৪) গাজীপুর জেলার কাশিমপুর থানার বাগবাড়ি পূর্বপাড়া এলাকার মোঃ কালাম মন্ডলের ছেলে । সে গাজীপুরের কাশিমপুর থানায় দুটি মামলা আসামী।
আটকৃত অপর আসামিরা হলেন, গাজীপুর কাশেমপুর থানার বাগবাড়ি পূর্বপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে,  রাজু আহম্মেদ (২৪) । বগুড়া জেলার শেরপুর থানার মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুল মমিন ২৫),সে আশুলিয়ার নরসিংহপুর, সরকার মার্কেটের সাইফুল মন্ডলের বাড়ীর ভাড়াটিয়া। বগুড়া জেলার শেরপুর থানার মোঃ আশরাফুল ইসলামের ছেলে মোঃ নয়ন ইসলাম (২৩) আশুলিয়ার গোরাট এলাকার রশিদের বাড়ীর ভাড়াটিয়া। নীলফামারী জেলার ডিমলা থানার মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ সৈনিক ইসলাম, আশুলিয়ার গোরাট এলাকার জামাল মন্ডলের বাড়ীর ভাড়াটিয়া।
তাদের কাছ থেকে একটি এক্সিও প্রাইভেটকার, ঢাকা মেট্রো-গ-২৭-৫৫০৮, একটি ইয়ামাহা মোটর সাইকেল, কুমিল্লা-ল-১১- ২১৩৬, লোহার দুইটি ছ্যানদা, একটি চাইনিজ কুরাল, একটি ষ্টীলের সুইচ গিয়ার ও একটি কাঠের লাঠি, উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার এস আই অমিতাভ চৌধুরী অমিত বলেন, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন সহ ডাকাতের মামলা রয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আমরা দেশীয় অস্ত্র সহ আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap