আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনা পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

পাবনা প্রতিনিধি:
২০ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় পাবনা পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের আগামী ২৬ জানুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্দোগে রাধানগর ডিগ্রী বটতলা মোড়ে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান মামুন। সভায় আগামী ২৬ জানুয়ারি ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পূর্বে সকল মহল্লার সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সম্মেলন বর্ণাঢ্য এবং সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিশ্বাস তুফান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, দপ্তর সম্পাদক আলহাজ্ব শরিফুল হক পলাশ, উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ এনামুল হক টগর, ইঞ্জিনিয়ার সারোয়ার, কার্যকরী সদস্য ইউসুফ, যুবনেতা মামুন হায়দার রনি, সজিব, ছাত্রনেতা সোহেল হোসেন, জুবায়ের বিশ্বাস অন্তু প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আবুল হোসেন। পরিচালনা করেন ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন দুলাল।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap