আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়া বাইপেল এলাকায় মুজিব বর্ষ উপলক্ষে দিনব্যাপী উৎসব পালন করেছেন বিএনসিসি ক্যাডেট।

সাভার  প্রতিনিধিঃ
  সাভারের আশুলিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে ১০ দিনব্যাপী বিশেষ রেজিমেন্ট ক্যাম্পিং ২০২০ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।।
রবিবার (৮ মার্চ) সাড়ে ১১ টার দিকে  আশুলিয়ার  বাইপাইলের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একাডেমিতে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
রমনা রেজিমেন্ট কর্তৃক আয়োজিত সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।
তিনি বলেন, প্রশিক্ষণার্থী ক্যাডেটদের নৈতিকতা ও নের্তৃত্বের গুণাবলী বিকাশের পাশাপাশি নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,  বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি ও রমনা রেজিমেন্টের অন্যান্য সামরিক কর্মকর্তা এবং বিএনসিসির অফিসারবৃন্দ।
ক্যাডেটদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের উপর একটি বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, গত ১ মার্চ সাভারের বাইপাইলস্থ বিএনসিসি একাডেমিতে মুজিব বর্ষ উপলক্ষে রমনা রেজিমেন্ট কর্তৃক আয়োজিত এ ক্যাম্পিং চলবে ১০ মার্চ পর্যন্ত। রেজিমেন্ট ক্যাম্পে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৯০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap