আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় ভুয়া প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক।

সাভার প্রতিনিধিঃ
 আশুলিয়ায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নফাঁস  চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব -৪ ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। তিনি জানান, সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব।
আটককৃতরা হলো- বরগুনার সামিউল আজমাইন (১৮), নীলফামারীর মোঃ আল আলিফ হোসাইন ওরফে আলিফ (১৮), সাতক্ষীরার জামিল আল মামুন ওরফে তন্ময় (১৮) এবং ঢাকার মোঃ মনিরুল ইসলাম পাপ্পু।
র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডি ব্যবহার করে এ চক্রটি বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এরই ধারাবাহিকতায় তারা এসএসসি পরীক্ষাকে পুঁজি করে প্রশ্নপত্র ফাঁসের নামে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি ব্যবহার করে পরিক্ষার্থীদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। পরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন ও ভুয়া প্রশ্নপত্র সংশ্লিষ্ট কাগজ পত্র উদ্ধার করা হয়।
র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন চোলছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap