আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ সাইফুল ইসলাম,ধামরাই (ঢাকা) থেকে:-

ঢাকা জেলার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা দক্ষিণ পাড়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ আলীর ছেলে আশরাফুল আলম এরশাদ (৪০) এর উপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ঐ গ্রামবাসী।
শুক্রবার (২২ মার্চ) সকাল১০ ঘটিকায় ঘটনাস্থল বালিয়াপাড়া জালসা এলাকার দক্ষিণ পাশে এনকেএম ফ্যাশন নামে একটি গার্মেন্টস কারখানার সামনে রাস্তার পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মোবাইলে ফোন করে দোকান ভাড়ার কথা বলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে এ ঘটনার ১১ দিন পার হলেও আসামিরা ধরা ছোয়ার বাইরে তাই তাদের দাবি আসামিদের চিহ্নিত করে মামলা রুজুসহ গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি করেন।
উল্লেখ্য, এর আগে ১১ মার্চ সন্ধ্যায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা এলাকার দক্ষিণ পাশে এনকেএম ফ্যাশন নামে একটি গার্মেন্টস কারখানার পূর্ব পাশের একটি দোকান ভাড়া নেওয়ার কথা বলে সন্ধ্যা ৭ টার দিকে মোবাইলে ফোন দিয়ে ডেকে নিয়ে তিন জন অজ্ঞাত ব্যক্তি কোপাতে থাকে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৪ মার্চ) এরশাদের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগির বড় ভাই ও মামলার বাদী আবুল বাশার বলেন, ‘পূর্ব শক্রতার জেরে আমার ভাইকে মোবাইলে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। এ বিষয়ে আমি ধামরাই থানায় একটি অভিযোগ করেছি। পুলিশ আসামিদের চিহ্নিত করে মামলা রুজুসহ গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি করেন।

কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের এসআই আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, আসামীদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীদের চিহ্নিত করে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap