আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি -সাভার (ঢাকা)
সাভার উপজেলার আশুলিয়া থানায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে, ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে পতিত সরকারের সংশ্লিষ্টদের ফাঁসি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫ টার দিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি’র নেতৃত্বে  ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকার কোহিনূর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলের সামনে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারন ছাত্রদের নির্বিচারে গুলি করে গণহত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আন্দোলন ঠেকাতে দেশীয় অস্ত্র সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করা হয়েছে। শুধু সাভার ও ধামরাইয়ে হত্যার শিকার হয়েছেন অন্তত ৪৬ জন। সাংবাদিকরাও এই হামলা থেকে রক্ষা পায় নি। শেখ হাসিনা সরাসরি এই গণহত্যার সাথে জড়িত। আমি স্বৈরাচার সরকার শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যার দায়ে ফাঁসি চাই। এছাড়া আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই খুনি শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির ব্যবস্তার দাবি জানাই।
এসময় তিনি আরও বলেন, ভারতের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাই। তারা কোন ধরনের সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দিয়েছে। যেকারেন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে দেশের সামর্থবানদের বন্যাকবলিত অঞ্চলে সহয়তার আহবান জানাই।
বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বদরুল আলম সুমনের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ বাবুল হোসেন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা, সৌয়দ আরিফ , শফিকুল ইসলাম শফিক, সিদ্দিকুর রহমান সিদ্দিক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোখলেসুর রহমান, আব্দুল মালেকসহ আরও প্রায় সহস্রাধিক নেতাকর্মী।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap