আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়িওয়ালার টাকা চুরি করে নিজের বাড়ি নির্মান , গ্রেপ্তার ম্যানেজার

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালার দশ লাখ টাকা চুরি করে গ্রামের বাড়িতে নিজের বাড়ি নির্মান করেন ম্যানেজার আরিফুল ইসলাম। এঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ লক্ষ পঞ্চাশ হাজার নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার ম্যানেজার আরিফুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে আজ ভোর রাতে নওগা জেলার মান্দা থানার কয়াপারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আরিফুল ইসলাম (২৪) নওগা জেলার মান্দা থানার কয়াপারা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। সে আশুলিয়ার পলাশবাড়ি মামলার বাদী রায়হান কবিরের বাসায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩ জানুয়ারি সকালে বাড়িওয়ালার দশ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য আরিফুল ইসলাম নিয়ে যায়। কিন্ত এরপর থেকেই ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর খোঁজখবর না পেয়ে থানায় অভিযোগ জানানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিলন ফকির বলেন, গত ৩ তারিখ পর থেকে মোবাইল বন্ধ ছিল। চাকরি নেওয়ার সময় বাগিওয়ালার কাছে সরবরাহ করা সকল তথ্য ভুয়া ছিল। তথ্য প্রযুক্তি সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর নওগা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap