আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় কবিতা মঞ্চে যোগ হলেন নতুন তিন দায়িত্বশীল কবি

বিশেষ প্রতিনিধি-

দুই বাংলার সাহিত্য অঙ্গনে যে কয়েকটি সাহিত্য বিষয়ক সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে, তার মধ্যে এপার বাংলার অন্যতম সাহিত্য চর্চার সংগঠন জাতীয় কবিতা মঞ্চ অন্যতম। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন দেশ বরেণ্য কবি আল মাহমুদ। জাতীয় কবিতা মঞ্চ সহ শিল্প সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনের গতিশীলতা বজায় রাখতে বর্তমান কার্যনির্বাহী কমিটির অনুমোদনক্রমে এবং সংগ্রামী সভাপতি মাহমুদুল হাসান নিজামি সাক্ষরিত কেন্দ্রীয় কমিটিতে নতুন তিনজন কবিকে সদস্যপদে অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছে নতুন দায়িত্ব।

৭ এপ্রিল বৃহস্পতিবার অনুমোদিত ও নির্বাচিত ওই কমিটির নতুন তিন সদস্য হলেন, কবি ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু, তিনি এখন থেকে জাতীয় কবিতা মঞ্চের সহ সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করবেন। যুগ্ম মহাসচিব হিসেবে দ্বায়িত্ব পালন করবেন এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ সবুজ। এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করবেন কবি জোবায়েরুল ইসলাম জীবন (অবঃ)।

এ সংক্রান্ত বিষয়ে বর্তমান সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামি বলেন- আশা করি সবাই তাদের সহযোগিতা করবেন এবং তারা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন।

নতুন সদস্য পদ ও দায়িত্ব পাওয়া তিন কবি বলেন, আমাদের উপর যে গুরু দ্বায়িত্ব অর্পণ করা হয়েছে তার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ, পাশাপাশি অর্পিত দ্বায়িত্ব যেন যথাযথ ভাবে পালন করতে পারি সেজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া চাচ্ছি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap