আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিগগিরই আসছে মীর সাব্বিরের অভিনীত বিনোদন মূলক দুই নাটক

বিনোদন ডেস্কঃ
অতি শিগগিরই আসছে জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের অভিনীত বিনোদনমূলক দুই নাটক। নাটক দুটির পরিচালনা করেন শাফিন আহম্মেদ।
শাফিন আহম্মেদের “আতা পাগলা” ও “জামাই বাবা” নামে দুটি নাটকের শুটিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। “আতা পাগলা” নাটকটি রচনা করেছেন খ্যাতনামা অভিনেতা মীর সাব্বির। নাটক দুটি শিগগিরই বেসরকারী টিভি-চ্যানেলে প্রচার হবে।
গাজীপুরের পূবাইলের সবুজ সমারোহের প্রাকৃতিক লীলা ভূমির বিভিন্ন লোকেশনে এই নাটক দুটির দৃশ্য ধারণ করা হয়।
“আতা পাগলা” নাটকটিতে মীর সাব্বির একজন পরোপকারী সহজ সরল গ্রামের মানুষের চরিত্রে অভিনয় করে। এখানে দেখা যায় বাবার টাকা বিলিয়ে মানুষের উপকার করার নেশায় তিনি পাগল থাকেন, যার কারণে তাকে আতা পাগলা নামকরণ করে গ্রামবাসী। মানুষের উপকার করার পাগলামি তার এমন পর্যায়ে পৌঁছে যে, সমাজের ধারাবাহিকতার বিপরীতে যেয়ে একটি অসহায় বিধবা নারীকে প্রেগন্যান্ট অবস্থায় বাচ্চা সহ বিয়ে করেন। এতে গ্রামবাসী সহ তার বাবা তাকে প্রথমে বয়কট করলেও পরে সবাই ভুল বুঝতে পেরে গ্রামবাসী ও তার বাবা আবার কাছে টেনে নয়।এই নাটকটির প্রতিটি দৃশ্যে কমেডি অভিনয়ে ভিন্ন আঙ্গিকের এক মাত্রা যোগ করেছে।
“জামাই বাবা” নাটকটিতে জামাইয়ের চরিত্রে অভিনয় করে মীর সাব্বির এবং শশুরের চরিত্রে অভিনয় করে শফিক খান দিলু। এখানে দেখা যায় জামাই শশুর মিলে সংসারের বিভিন্ন ঝামেলা সমাধান করছেন। বিশেষ করে বউ শাশুড়ির সাথে জামাই শশুরের বিভিন্ন বিষয়ে দ্বিমত ও ঝামেলা ঘটনা গুলো খুলে তোলা হয়েছে নাটকটিতে। নাটকটিতে এলাকার সচেতন যুবক হিসাবে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় মশিউর রহমানকে, যেখানে কমেডি অভিনয়ের নতুন মাত্রা যোগ হয়েছে। নাটকটি পুরোপুরি একটি কমেডি নাটক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানান নাটকের পরিচালক শাফিন আহমেদ। তিনি আরো বলেন এই নাটক দুটি দর্শকদের বিনোদনের খোরাক যোগাবে পুরো মাত্রায়। কমিডির পাশাপাশি আছে একটি সামাজিক বার্তা যা থেকে দর্শকরা আনন্দ নেয়ার পাশাপাশি ভালো কিছুর মেসেজ বা বার্তা পাবে।
এই নাটক দুটিতে অভিনয় করেছেন, মীর সাব্বির, মৌসুমি হামিদ, সফিক খান দিলু(শুধু “জামাই বাবা”), নিলা ইসলাম, হিরোন সোহেল, মসিউর রহমান মসি(শুধু “জামাই বাবা”), মানাসা, রফিক মিন্টু, রফিকুল ইসলাম, আশিস কুমার, ইমরুল, ইভা মনি ও অরিন নিপাসহ আরো অনেকে।
নাটক দুটির প্রধান সহকারী পরিচালনায় ইসমাইল হোসেন ও
চিত্রগ্রহণে ছিলেন সিরাজ খান।
পরিচালক শাফিন আহম্মেদ বলেন, আমার পরিচালনায় “জামাই বাবা” ও “আতা পাগলা” এই নাটক দুটির কাহিনী সম্পূর্ণ বিনোদন মূলক। আশা করছি দর্শক মহলে নাটক দুটি ভালো লাগবে। সামনের দিকে যাতে করে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারি এজন্য সকলের দোয়া ও প্রার্থনা কামনা করছি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap