আজ ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মোড়ক উন্মোচন করা হলো শামসুল হক বাবু’র বই সমূহ

– বিশেষ প্রতিনিধি

গতকাল শনিবার অমর একুশে বই মেলা ২০২৩ উপলক্ষে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচন মঞ্চে লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু’র বই সমূহের মোড়ক উন্মোচন করা হয়।

 

যে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয় তার ভিতর- বাণীর মর্ম জানি, উক্তি দেবে শক্তি, দার্শনিক বার্তা, রুমানিয়ার প্রেমের অনল উল্লেখযোগ্য।

 

বইগুলো নব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, যার স্টল নং ৩০ ও ৩১, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক মহাপরিচালক এবং সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম মহাসচিব শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারী, বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্বার কবি নূরুল হুদা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এস এম তারেক খান, বীর মুক্তিযোদ্ধা কবি আখম সিরাজুল ইসলাম, তারুণ্যের কবি রেজাউদ্দিন স্ট্যালিন, প্রকাশক সম্পাদক লেখক মাহমুদুল হাসান নিজামী, অভিনেতা কবি এবিএম সোহেল রসীদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা লেখকের ভূয়সী প্রশংসা করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap