বিশেষ প্রতিনিধি (ঢাকা)
বহুল আলোচিত বাংলাদেশের গর্ব পদ্মা সেতু নিয়ে লেখা “পদ্মা সেতুর সাথে ২৪৬৭ দিন” বইটির মোড়ক উন্মোচিত হলো, ২০২৩ ইং অমর একুশে বইমেলার ২০২ এর মোড়ক উন্মোচন মঞ্চে ।
আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে, রাজধানীর বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায়, লেখক, পরিচালক ও নির্মাতা জুবায়ের মোস্তফার লেখা বইটির মোড়ক উন্মোচন হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও উপ প্রকল্প পরিচালক (প্রশাসন) পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, জনাব দেওয়ান সাঈদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার শমশের আলী হেলাল, জুলফিকার হোসাইন সোহাগ ভাই ও ড. মুহাম্মদ শহীদুজ্জামান। দেওয়ান সাঈদুল হাসান তার বক্তব্যে বলেন “বইটি পদ্মা সেতুর গল্প না, এর সঙ্গে ইতিহাসও জড়িয়ে আছে।
তিনি কাজ করতে গিয়ে নানান রকমের যে অভিজ্ঞতা হয়েছে সেটা তুলে ধরেছেন। পাশাপাশি পদ্মা সেতুর কারিগরি দিকগুলোও তুলে ধরার চেষ্টা করেছেন। আমি বইটির বহুল প্রচার কামনা করছি।
লেখক জুবায়ের মোস্তফা বলেন,’সেতুর কাজ করতে গিয়ে আমাদের যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং যে চড়াই-উতরাই পার হতে হয়েছে সে গল্প গুলোর পাশাপাশি সেতু নির্মাণের বিষয়টি সহজ ভাবে এ বইতে তুলে ধরেছি”। অতিথিরা মনে করেন বইটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যাবে। বইটি সাহিত্যদেশ প্রকাশনীর ২৩৫-২৩৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডটকমে অনলাইনেও অর্ডার করতে পারবেন।