আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নেত্রকোণার দুই পৌরসভায় ভোট গ্রহণ শুরু

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নেত্রকোণায় দ্বিতীয় ধাপে দুটি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে কেন্দুয়ায় ইভিএম ও মোহনগঞ্জে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। বিকাল ৪ টাকা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

 

এদিকে জেলার দুই উপজেলার মধ্যে মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। ফলে নির্বাচন সুষ্ট করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী হাইকোর্টে আপীল করে নির্বাচনে অংশ নিয়েছে।

 

সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কমে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। তবে সকাল থেকে মহিলা ভোটারের উপস্থিতি কিছুটা বেশি রয়েছে।

 

নেত্রকোণা জেলা রির্টানিং ও নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, দ্বিতীয় ধাপে নেত্রকোনার দুটি পৌরসভার নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছ। মোহনগঞ্জ পৌরসভা ঝুকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

কেন্দুয়া পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে মো: আসাদুল হক ভুইয়া এবং ধানের শীষ প্রতীকে মো: শফিকুল ইসলাম শফিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহনগঞ্জ পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে এডভোকেট লতিফুর রহমান রতন, ধানের শীষ প্রতীক নিয়ে মাহবুবুন্নবী শেখ, স্বতন্ত্র প্রার্থী তাহমীনা পারভীন নারকেল গাছ এবং আবু হেনা মোস্তফা সেতু মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এছাড়াও দুটি পৌরসভায় ৭৮ জন কাউন্সিলর এবং ২৭ জন সংরক্ষিত কাউন্সিল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহগঞ্জে ৯টি ওয়ার্ডে ২১ হাজার ৪০৪ জন ও কেন্দুয়া পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৬ হাজার ২৫৬ জন ভোটারা তাদের অধিকার প্রয়োগ করবেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap