আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
সাভারে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমেছে বিএনপি। নিত্যপণ্য, জ্বালানি তেল ,পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় বিএনপি কর্মীর হত্যাকান্ডের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৭ আগস্ট) সকালে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিনের নেতৃত্বে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলা বাসস্ট্যান্ড থেকে  উলাইল বাসস্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এবং উলাইল বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি।
এসময় ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, সারাদেশে মিথ্যে উন্নয়নের ফুলঝুড়ি দিয়েছিল বর্তমান সরকার। কিন্তু এখন সেই উন্নয়ন কোথায় ? গ্রাম গঞ্জে অনেক আগেই হারিকেন বিদায় নিয়েছিল। কিন্তু আজকে আবারো কেন হারিকেন কিনতে হচ্ছে ? সেই সাথে নিত্যপণ্য জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধিসহ প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। বিএনপি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দুই বছর জেলে আটকে রাখা হয়েছে। এখনো তিনি মুক্ত হতে পারেনি। যা প্রমাণ করে বর্তমান সরকার স্বৈরাচার সরকার।  আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে দেশের বাইরে আছেন। সারাদেশে বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই অবৈধ সরকার।
এ কর্মসূচীতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন-সাভার সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুর রহমান, ঢাকাজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন, সাধারন সম্পাদক আবদুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা শরিফুল আলম, এ্যাড. নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান ও ঢকাজেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap