আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিক উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি- সাভার ( ঢাকা)

আশুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার, আশুলিয়া এর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করে।

এ সময় আশুলিয়া প্রেসক্লাব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায়, বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

আলোচনা সভাটি ১২ আগষ্ট শুক্রবার বিকেল ৪:০০ টায় আশুলিয়া প্রেসক্লাব চত্বরে আয়োজন করা হয়।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ১৫ আগস্টকে বাঙালি জাতির একটি ঘনকালো অধ্যায় আখ্যাদিয়ে অতিথি বৃন্দ বলেন, জাতির পিতাকে হারিয়ে দেশ অনেক পিছিয়ে গেছে। এমন এক মহান নেতা শত বছরেও পাবেনা দেশ।
আলোচনা সভার উদ্বোধন করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক,আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ এর সভাপতি, রফিকুল ইসলাম সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন সরকার ও মইনুল ইসলাম ভূইয়া, সহ গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap