বিশেষ, সাভার (ঢাকা)
বিশ্ব ফিজিওথেরাপি দিবসে, সাভারে পক্ষাগ্রস্ত পূর্ণবাসন কেন্দ্রে (সিআরপি) প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে, জ্বালানি তেলের দাম শিগগির পর্যায়ক্রমে কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনা মন্ত্রী।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ৮:৩০ মিনিটে বেলুন উড়িয়ে ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সাভার পক্ষাগ্রস্ত পূর্ণবাসন কেন্দ্রে (সিআরপি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়।
এ সময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বিশ্ব বাজারে তেলের দাম গ্যাসের দাম যেভাবে কমছে। প্রধানমন্ত্রী তার মনোভাবের পরিচয় দিয়েছেন। কম করে হলেও কমিয়ে দিয়েছেন ডিজেলের দাম। এইটা শিগগির আরও কমবে বলে আমার আশা। এইবার যেহেতু দামটা হঠাৎ করে বেশি পরিমাণ বেড়েছে। এতে সমস্যাটা বেশি হয়েছে যা সরকার অবহিত আছেন। ইতোমধ্যে সরকার যে কমাতে চায় তার নির্দেশনা আপনারা পেয়েছেন।
সরকার কমিয়েছে। শুধু কমান নাই এই সংক্রান্ত মন্ত্রণালয়কে বলেছেন, আবার সমন্বয় করবেন। আরও কমাবেন। আমি বিশ্বাস করি সরকার অবশ্যই কমাবেন। যদি না আরেক দুযর্গ লেগে যায়। যদি না বিশ্ব বাজারে ভয়ঙ্কর কোন দুর্ঘটনা না হয়। সেটার কোন লক্ষণ আমি আপাতত দেখছি না। স্ট্যাবল অবস্থায় আছে ইন্টারন্যাশনাল যুদ্ধ। তাইওয়ানে হয়েও হয় নাই। আমি আশা করছি পরিবেশ উন্নত হবে।’
মন্ত্রী আরো বলেন, পর্যায়ক্রমে কমার পক্ষে আমি। লাফ দিয়ে বাড়া, লাফ দিয়ে কমা ভালো নয়। পর্যায়ক্রমে দিনে দিনে, মাসে একবার দেড় মাসে একবার এভাবে কমাতে হবে। দিনক্ষণ নিয়ে বলার অবস্থানে আমি নই, বলতে পারব না। তবে সার্বিকভাবে বলছি, কমবে কমবে।’