আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে যুবদলের হামলায় যুবলীগ নেতা আহত

মোঃ সাইফুল ইসলাম,ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে অবরোধ ও মিছিল করতে আসা বিএনপি নেতা কর্মীদের কার্যক্রম বাঁধা দিতে গিয়ে যুবলীগ নেতা মোহাম্মদ জাকারিয়া দিপু আহত হয়েছে ।

এ সময় জাহাঙ্গীর আলম নামের যুবদলের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বিলট্রেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আটক জাহাঙ্গীর আলম ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও যুবলীগ জানায়, সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় মিছিল বের করে। খবর পেয়ে জাকারিয়া দীপুর নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় তারা যুবদলের এক কর্মীকে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়। তাদের ধাওয়া দিতে গিয়ে যুবদলের হামলায় জাকারিয়া দীপু আহত হন। তাকে উদ্ধার করে সাভারের পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বিএনপির নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল বের করে। তখন গাড়িতে আগুন দেওয়ার প্রস্তুতিকালে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap