আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলবাড়িয়া উপজেলা বিএনপি উদ্যোগে দোয়া ও আলোচনা অনুষ্ঠান

ফুলবাড়িয়া থেকে-

বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহের, ফুলবাড়িয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। তারপর শুরু হয় নেতাকর্মীদের উপস্থিত বক্তব্য। এসময় উপজেলা বিএনপি এর বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন। এদের মধ্যে,
আব্দুল করিম সরকার
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছত্রদল কেন্দ্রীয় সংসদ, তিনি বর্তমান পরিস্থিতি ও এর থেকে উত্তরণের উপায় সম্পর্কে নেতাকর্মীদের নানাবিধ উপদেশ প্রদান করেন তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। তাই আমাদের শহীদ জিয়ার আদর্শকে কে অনুসরণ করে খালেদা জিয়ার নেতৃত্বে,,গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের সকলকে প্রাণপণ চেষ্টা করতে হবে সকল প্রকার বাধা বিপত্তি পেরিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কেন্দ্রীয় নির্দেশনা নির্দেশনা অনুযায়ী সকল প্রকার আন্দোলনে নেতাকর্মীদের অংশগ্রহণ করতে হবে। এবং তিনি এমন কঠিন সময়ে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের একত্রে কাজ করার জন্য আহ্বান জানান। উক্ত আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,
বি এন পি নেতা, ভাইস চেয়ারম্যান কবির হোসেন।
ফুলবাড়িয়া ইউনিয়ন বি এনপি এর সাধারণ সম্পাদক বাপ্পি।

সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ।

বাকতা ইউনিয়ন বি এন পি সাধারণ সম্পাদক চান মাহমুদ চান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাত্তার।
সাবেক ছাত্র দল এর সভাপতি আজাহারুল আলম রিপন
পৌর যুবদল সভাপতি আনার সাদাত আনার
ছাত্রনেতা ইমরুল কায়েস এলিস,মনজু,দেলোয়ার, আনোয়ার, মিলন, ফাহাত, মামুন শিকদার।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap