আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে শুরু হয়েছে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার সকালে উপজেলা ভিত্তিক এ টুর্নামেন্টে কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমী মাঠে উদ্বোধনী খেলায় অংশ নেয় ভিতরবন্দ ইউনিয়ন বনাম বেড়–বাড়ি ইউনিয়ন।

উপজেলা পর্যায়ে ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উপজেলা পর্যায়ের খেলা শেষে কুড়িগ্রামের ৯টি উপজেলার চাম্পিয়ান টিম কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিবে ।

উদ্বোধনি অনুষ্ঠানে ইউএনও নুর মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।

আয়োজকরা বলেন, এই খেলার মধ্যামে তৃণমুল পর্যায়ের খেলোয়ারদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি হবে।

 

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap