সাভার প্রতিনিধি।
আশুলিয়ায় ডিবি পরিচয়ে দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার গনকবাড়ী ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলো- মাদারীপুর জেলার শিবচর থানার মোঃ মোশারফ হোসেন ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মোঃ হেলাল উদ্দিন। এদের মধ্যে মোশারফ ঢাকার লালবাগ এলাকায় থেকে পুরানো প্লাস্টিকের ব্যবসা করে এবং হেলাল আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগীরা জানান, ইসলামী ব্যাংকের ডিইপিজেড শাখা থেকে টাকা তুলে রিকশাযোগে রওনা হয়েছিলেন। কিছুদুর এগোতেই পাশ দিয়ে একটা সাদা প্রাইভেটকার এসে গতিরোধ করে ডিবি পরিচয় দিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে চোখ মুখ বেঁধে মারধর করে ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ৫ লাখ ৬৮ হাজার টাকাসহ তাদের পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেয়। পরে গাজীপুরের চন্দ্রা বাসস্ট্যান্ডের পরে এক অজ্ঞাত জায়গায় গাড়ি থেকে নামিয়ে দেয়।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম বলেন, আমি এ ধরনের ঘটনার খবর শুনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
আশুলিয়ায় ডিবি পরিচয়ে দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার গনকবাড়ী ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলো- মাদারীপুর জেলার শিবচর থানার মোঃ মোশারফ হোসেন ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মোঃ হেলাল উদ্দিন। এদের মধ্যে মোশারফ ঢাকার লালবাগ এলাকায় থেকে পুরানো প্লাস্টিকের ব্যবসা করে এবং হেলাল আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগীরা জানান, ইসলামী ব্যাংকের ডিইপিজেড শাখা থেকে টাকা তুলে রিকশাযোগে রওনা হয়েছিলেন। কিছুদুর এগোতেই পাশ দিয়ে একটা সাদা প্রাইভেটকার এসে গতিরোধ করে ডিবি পরিচয় দিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে চোখ মুখ বেঁধে মারধর করে ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ৫ লাখ ৬৮ হাজার টাকাসহ তাদের পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেয়। পরে গাজীপুরের চন্দ্রা বাসস্ট্যান্ডের পরে এক অজ্ঞাত জায়গায় গাড়ি থেকে নামিয়ে দেয়।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম বলেন, আমি এ ধরনের ঘটনার খবর শুনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।