বিশেষ প্রতিনিধি, সাভার ( ঢাকা)
সাভারে এক ডিস ব্যাবসায়ীক কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যাবসায়ীকে স্থানীয় হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। এঘটনায় থানায় একটি মামলা করেছে ভুক্তভোগীর স্বজনরা।
সাভার উপজেলার ,আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের বেরন মানিকগঞ্জ পাড়া এলাকায় শুক্রবার রাতে, ডিস ও নেটের ব্যবসায়ী ময়না মোল্লাকে (৪৫) কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা। এসময় তারা ফাঁকা গুলি করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে ভুক্তভোগী ময়না মোল্লার বাবা জালাল মোল্লা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহত ডিস ও নেট ব্যবসায়ী ময়না মোল্লা একই এলাকার মোঃ জালাল মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বৈধভাবে ডিস ও নেট সংযোগের ব্যবসা করে আসছিলেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী বলেন, গত শুক্রবার রাত ৯ টার দিকে আমার স্বামী সিমেন্টের দোকানে বসে ছিলেন। সেখান থেকে বাসার উদ্দেশ্য রওনা করেন। এর আগে আমাদের সব নেট ও ডিস সংযোগের ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে অভিযুক্তরা। বাসায় ফেরার পথে তেঁতুলতলা এলাকায় পৌঁছলে আমার স্বামী, রতন (২৮) কামরুল (২৫) শাওন (২৭) ও রাকিব (২৬) ও শরীফকে দেখে নেট ও ডিস সংযোগের ক্যাবল কাটার কারন জানতে চায়। এসময় তারা অতর্কিত হামলা চালায়। চাপাতি দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আমার স্বামীকে বাঁচাতে গেলে তারা আমার ওপরেও হামলা করে। পরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাচিব শিকদার বলেন, থানায় অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ মামলা রুজু করা হয়েছে। আসামি কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তাদেরকে আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।