আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে এক ফ্যামিলীর ৩ জনের হাত পা বাঁধা লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, সাভার ( ঢাকা)

সাভারে একটি ফ্লাট বাসায় একই ফ্যামিলীর ৩ জনের লাশ উদ্ধার করা করা হয়। এ সময় স্ত্রী সন্তানের একটি কক্ষে ও অন্য কক্ষে স্বামীর হাত পা বাঁধা ও জবাই করা অবস্থায় পাওয়া যায়।

৩০ সেপ্টেম্বর শনিবার রাত ১০ টায় আশুলিয়া থানার, ইউনিক ফকির বাড়ি মোড় এলাকায় তালতলা মসজিদের বিপরীতে মেহেদী হাসানের বাড়ির চারতলার ফ্লাট বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এসময় চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

মৃতরা হলেন, ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন বাবুল (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২) । শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী স্ত্রী দুজনেই আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করতেন।

বাড়ির মালিক মেহেদী হাসানা বলেন, এই ভাড়াটিয়া আমার এখানে প্রায় ১২/১৩ বছর ধরে আছে, তারা স্বামী-স্ত্রী দুজনই জিরানি বাজার এলাকায় গার্মেন্টসে চাকরি করতো আর বাসায় তাদের শুধু ছেলে থাকতো। তাদের আচরণে খারাপ দেখিনি, খুব ভালো ছেলে ছিল। তাদের বাড়ি জানতাম উত্তর বঙ্গে।

পাশের ফ্লাটের ভাঢড়াটিয়া আফরোজা বেগম বলেন প্রায় তাদের দরজা বন্ধ থাকতো, তাদের সাথে আমার কোন পরিচয় নেই। আজকে সকালে মানুষজন দুর্গন্ধ পেয়ে তাদের দরজা খুলে, এরপর জানতে পারি তাদের কেউ হত্যা করেছে।
অপর ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী আঁখি বলেন, তারা অনেক বছর ধরে ভাড়া আছে তেমন কোন সমস্যা দেখি নাই, তারা স্বামী-স্ত্রী দুজনই গার্মেন্টসে চাকরি করতো আর ছেলেটি পড়াশোনা করতো।  আর কিছু দিন আগে বাচ্চার জন্মদিনে তাদের কিছু আত্বীয়স্বজন আসছিলো, তখন আমরাও গিয়েছিলাম।এতটুকুই আমরা জানি।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) জামাল সিকদার বলেন, একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি। এখনও কারণ জানা সম্ভব হয়নি। বিস্তারিত পরবর্তীতে জানা যাবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap