আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কতদিন দেখি না তোমায়!

– মুহাম্মদ শামসুল হক বাবু

 

ফেলে আসা সেই নানান রঙের

নতুন কুঁড়ির স্মৃতির মতন

কতোদিন দেখি না তোমায়!

 

আমি কতদিন দেখিনি তোমায়

তোমার ঐ লাজুক গোলাপি ঠোঁট

হরিণীর মায়াবী আঁখি

কতদিন হয়ে গেল দেখি না!

 

দেখি না তোমার দুটি গাল

লজ্জায় ছিল লালে লাল!

 

ময়ুর পালকের মতো

তোমার কেশ লাগে বেশ!

 

আমি তোর কপালখানা

আমার দু’হাতে জড়িয়ে নেব

আমার এ দুটি হাত যখন তোমায়

শক্ত করে জড়িয়ে ধরবে

ঠিক তখনি দুইযুগ আগের কথা

মনে পড়ে যাবে!

 

তোমার ভাগ্য তিলক দেখিনি আগে

এখন কেন দেখিবারে স্বাদ জাগে!

 

সেই ভীরুতা সেই কান্না

সেই উষ্ণতা সেই ভালোবাসা

আমি আবার দেখতে চাই

আমি আবার সেই স্বপ্নিল রাজ্যে

হারিয়ে যেতে চাই!

 

কতদিন আর কতদিন

অপেক্ষার প্রহর শেষ হবে

বেদনার অশ্রুতে লাল নীল

শব্দগুলো ভেসে বেড়াবে!

 

ওহে অভিমানী ওহে অবুঝ মুখ

আমি দেখিনি তোমায়

দেখিনি দীর্ঘ দুইযুগ

হে আমার যাতনা বিলাসী সুখ।

 

বিদ্রঃ বিরহী প্রেমের কবিতা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap