আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা যোদ্ধাদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ

– মুহাম্মদ শামসুল হক বাবু

করোনা যোদ্ধাদের অবদান তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক রোপ আক্তার আহমেদ ও তাঁর সহযোগীরা।

দীর্ঘদিন ধরেই ছবি তৈরীর কাজ করছেন মাথাভাঙ্গা পৌরসভার কর্মী রোপ আক্তার আহমেদ।

তিনি বলেন- করোনা সংক্রমণ ঠেকাতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ নিজেদের জীবন বিপন্ন করে আর্তমানবতার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের অবদানের কথা চির স্মরণীয় করে রাখতে ছবি তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

বিশ্ব মহামারী করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, শরীরচর্চা, মাস্ক পড়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলোও তথ্যচিত্রে ধরা হবে।

তিনি আরও জানান, মুম্বাইয়ের অভিনেতা জয় বোস, কোচবিহারের কল্যাণময় দাস, রুমা সাহা ছাড়াও বিশেষ ভূমিকায় অভিনয় করবেন পদ্মশ্রী খেতাব প্রাপ্ত করিমুল হক এছাড়াও শিল্পী ঈশিতা বোসের গান তথ্যচিত্রে থাকছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap