আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মরা গরুর মাংস বিক্রির দায়ে, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফুলবাড়িয়া থেকে-

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে মরা গরুর মাংস বিক্রয়ের অভিযোগ ভ্রাম্যমান আদালতের অভিযান।

মঙ্গলবার স্থানীয়দের সূত্রে জানা যায় আছিম বাজারের দুজন অসাধু ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন হাফিজুল ইসলাম কসাই।গত সোমবার রাত্রে একটি মরা গরু কিনে নিয়ে আসে।

এবং সেটিকে রাত্রে জবেহ করে মঙ্গলবার সকালে আছিম বাজার গরুর মাংসের হাটে সেই মরা গরুর মাংস বিক্রি করা শুরু করে। তারপর মরা গরু সন্দেহ হলে সন্দেহের জের ধরে স্থানীয় পুলিশ প্রশাসনকে অভিহিত করা হয়।

তারা বিষয়টিকে আমলে নেয় এবং মরা গরু প্রমাণিত হওয়ায় তারা বিক্রয়  মাংসের  অর্থসহ, বাকি মাংস জব্দ করেন৷  এবং ভ্রাম্যমাণ আদালত ২০১১ এর ৯ও ১৩ নং ধারা অনুযায়ী পশু জবাই  মাংস নিয়ন্ত্রক  আইন অনুযায়ী,  এসিল্যান্ড দিলরুবা ইসলাম, ১৫  হাজার টাকার জরিমানা করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap