আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কটিয়াদীতে জ্বালানি তেলে পরিমাপে কারচুপির অভিযোগে জরিমানা

মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পেট্রোল ও অকটেনে পরিমাপে কারচুপির অভিযোগে মেসার্স খান ব্রাদার্স ফিলিং স্টেশন মালিক কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৬-১০-২০২১ইং দুপুর ১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এর নেতৃত্বে কটিয়াদী পৌরশহর বাসট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

জানা যায়, অভিযানকালে মেসার্স খান ব্রাদার্স ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ৩০০ মি.লি. কম সরবরাহ করার অপরাধে এই জরিমানা করা হয়। এছাড়া নতুন বাজারের মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে গ্রাহক স্বার্থ ভঙ্গের জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কিশোরগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর সংকর চন্দ্র পাল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।অভিযানে সার্বিক সহযোগিতা করেন কটিয়াদী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল ও মডেল থানা পুলিশের একটি টিম।

কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন,ভেজাল, প্রতারণা,কারচুপি করে ভোক্তা অধিকার ক্ষুন্ন করে এমন প্রতিষ্ঠান এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার রক্ষায় সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap