আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণা সীমান্তে

নেত্রকোণা সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ী জব্দ

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলার সীমান্তবর্তী দূর্গাপুরে অভিযান চালিয়ে ২৫ লাখ ৮ হাজার ৫ শত টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য  জানান, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ জেলার দূর্গাপুর উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত বারমারী বিওপিতে কর্মরত নায়েক মোঃ আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল দায়িত্ব  পালন করছিল।

এসময় ভারতের সীমান্ত পিলার ১১৬৫ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থানে ভারতের দিক থেকে

চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দলটি তাদের ধাওয়া করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এসময় বিজিবি’র টহল দলটি ঘটনাস্থল থেকে ভারতীয় ৭৮ পিস বেনারশি শাড়ী এবং ভারতীয় ৫৮৯ পিস সর্দ্দা প্রিন্ট জরজেট শাড়ী জব্দ করে।

জব্দকৃত ভারতীয় শাড়ীর সর্বমোট সিজার মূল্য ২৫,০৮,৫০০/- (পঁচিশ লক্ষ আট হাজার পাঁচশত) টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, এসময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap