আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মিশ্রিত প্রসাধনী বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

সোলায়মান হোসাইন রুবেল-  নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলা শহরের বড় বাজারে মেয়াদ উত্তীর্ণ, ভেজাল মিশ্রিত ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের নির্দেশনায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সহযোগীতায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয়, ট্রেজারী শাখা, বাণিজ্য শাখা) রিফাত আরা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি, শিক্ষা ও জেএম শাখা) নাজনীন আখতার এর উপস্থিতিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত, রেকর্ডরুম শাখা) মোঃ সাইফুল ইসলাম।
এসময় বাজারের প্রভা ষ্টোর, বন্যা ষ্টোর ও পি. কে ষ্টোর সহ ৫টি দোকান থেকে বিপুল পরিমাণে  ভেজাল মিশ্রিত ও মেয়াদ উত্তীর্ণ  কসমেটিক্স সহ আমদানি নিষিদ্ধ বিভিন্ন  প্রসাধনী জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা বঙ্গ করে এসব মালামাল বিক্রির দায়ে এই ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম
জানান, আমাদের কাছে গোপন তথ্য ছিলো শহরের বড় বাজারের এসব দোকান গুলোতে বিপুল পরিমাণে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী রয়েছে।
আমরা অভিযানে মাধ্যমে ৫টি দোকান থেকে এসব মালামাল জব্দ করেছি। এসময় দোকানের মালিকদেরকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসব ভেজাল মিশ্রিত, মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ সকল প্রসাধনীর উপর আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap