আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় ১টি তক্ষকসহ ৬ জনকে আটক করে বিজিবি

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

নেত্রকোণার কলমাকান্দায় অভিযান চালিয়ে ১৯ লক্ষ টাকা মূল্যমানের ১টি তক্ষকসহ ৬ জন আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

 

গতকাল শুক্রবার (২২ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার কমলাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল।

 

এসময় ভারতের সীমান্ত পিলার ১১৭০ হইতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দলটি অভিযান পরিচলনা করে

১টি তক্ষক ও ২ টি মোটরসাইকেল সহ ৬ জন আসামীকে আটক করে বিজিবি।

 

আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার ভালুকা থানার মোরাডোবা গ্রামের মাহাবুব আলমের ছেলে দেলোয়ার হোসেন (৩২), নরসিংদী জেলার পলাশ থানার হাসনহাটা গ্রামের আকবর হোসেনের ছেলে মোঃ সুমন (৩৩), শিলমান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে মোঃ হৃদয় (২১), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঁঠাল রাজাবাড়ী গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ সোহেল (৩৫), নেত্রকোণা জেলার কমলাকান্দা থানার উড়াখাল গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৫), শাহজাহান আলীর ছেলে মোঃ ইমরান (২১)।

 

এসময় তাদের তল্লাশী করে তাদের কাছ থেকে ১৬ ইঞ্চি লম্বা ও ২৬০ গ্রাম ওজনের ১টি তক্ষক ও ০২টি মোটর সাইকেল জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ) টাকা। জব্দকৃত তক্ষক, মোটর সাইকেল ও আটককৃত আসামীদেরকে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap