আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্মাতা সঞ্জয় সমদ্দারের অসাধারণ একটি কবিতা “বন্ধু”

” বন্ধু “

– সঞ্জয় সমদ্দার –

এই যে আপোষের জীবন, পাপোশের জীবন!
অনেক দামের কিংবা ঘামের জীবনে
আমি একজন বন্ধু চেয়েছিলাম!

জীবন মূলত ক্ষয়ে যাওয়ার গল্প,
জীবন ভুলত স্রোতে বয়ে যাওয়ার গল্প।
সেই গল্পে কতো শত চরিত্রের আগাগোনা,
অথচ একটা বন্ধু চরিত্রই ঠিকঠাক হয় নি বোনা!

সব বয়সেই আমি আমার শরীরের মাপের জামা পেয়েছি,
কিন্তু কোনো বয়সেই আমি মনের মাপের একটা বন্ধু পেলাম না!
ইশ যদি শরীরের মাপের বন্ধু হলে হতো!
হয়তো কিছু কমতো বন্ধুহীনতার ক্ষত!

আমি বন্ধুকে ফেলতে চেয়েছি নিজের ছাঁচে!
অথচ বন্ধুও তো আলাদা জীবনে বাঁচে!
জীবনের এতো ক্ষুধা, সুধা ও রঙ!
তাইতো আমরা সবাই সাজি বন্ধু নামের সঙ!

সকালের সূর্যকে তাড়িয়ে,
গোধূলি বেলার মুখোমুখি দাঁড়িয়ে!
আকাশে উড়ব বলে যখন মাটির ঘরে নামি!
মাটির দলা, বেলচা বলে আমার বন্ধু আমি!!

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap