আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদা বাজির
চাঁদা বাজির

নৌ-পথে চাঁদা বাজির সময় ইউএনও’র হাতে আটক হয় একটি ইঞ্জিন চালিত নৌকা

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা খালিয়াজুরী উপজেলায় নৌ-পথে একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চাঁদা আদায়ের সময় নৌকাটি আটক করে উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম।

আজ বুধবার (৯ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটে উপজেলার চাকুয়া ইউনিয়নে লেপসিয়া এলাকার ধনু নদীতে চাঁদা বাজির সময় নৌকাটি আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, আজ দুপুরে লেপসিয়া এলাকায় ধনু নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নৌ-পথে চাঁদা বাজির সময় দুইজন নৌ পুলিশ সহ নৌকাটি আটক করা হয়। পরে দুইজন নৌ পুলিশ সদস্যকে আর এরকম কাজ না করার জন্য সতর্ক করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এই ইঞ্জিন চালিত নৌকাটি দিয়ে চাঁদা বাজির ভিডিও ফুটেজ তিনি পূর্বেও দেখেছেন। তাই এই নৌকাটি আটক করে রেখেছেন বলে তিনি জানান।

লেপসিয়া নৌ ফাঁড়ীর ইনচার্জ রফিকুল ইসলাম চাঁদা আদায়ের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, কে বা কারা পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কাছে চাঁদা আদায়ের বিষয়টি অভিযোগ করে ছিলেন। তাই তিনি ডিউটিতর পুলিশ সদস্যদেরকে এরকম কাজ না করার জন্য সতর্ক করে নৌকাটি আটক করেন।

আটককৃত নৌকাটি বর্তমানে উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১নং মেন্দিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান লোকমান হেকিমের জিম্মায় রয়েছে বলে জানান তিনি।

 

আরো পড়তে ক্লিক করুন >> কেশবপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap