আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপজেলা নির্বাহী কর্মকর্তা
উপজেলা নির্বাহী কর্মকর্তা

কেশবপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন এম এম আরাফাত হোসেন। তিনি এর আগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হুকুম দখল কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তার বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করার পর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানাসহ তাকে তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অভ্যর্থনা জানান। এরপর কেশবপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী এবং উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সুচারুভাবে পরিচালনা করতে সকল কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার শিকদার ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

আরো পড়তে ক্লিক করুন >> কালিয়াকৈরে জয়িতাদের সংবর্ধনা

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap