“কমলা রঙের বিশ্ব নারী, বাধার পথ দেবেই পাড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে আন্তজার্তিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনের উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকতার্ কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও জয়িতা অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. সাহাবুদ্দিন আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ ফারহানা ইসলাম, জয়িতা কুলসুম বেগমসহ আরো অনেকে।
পরে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা প্রীতিলতা বর্মন, সফল জননী নারী জয়িতা কুলসুম বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জয়িতা অধ্যাপিকা জায়েদা নাসরিনকে কেস্ট প্রদান করা হয়।
আরো পড়তে ক্লিক করুন >> আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত