আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আবু সায়েম আকন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ সেপ্টেম্বর সকাল ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্তর থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বিষয়ের উপরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রানি সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, পল্লী বিদ্যুতের এজিএম মধু সুধন রায়, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. অহিদ সাইফুল প্রমুখ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap