আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে আত্মহত্যায় প্ররচনা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে আত্মহত্যায় প্ররচনা মামলার প্রধান আসামি বরিশাল র‌্যাব-৮ এর সদস্যদের হাতে গ্রেপ্তার।
শনিবার রাতে বাখেরগঞ্জ উপজেলার নেয়ামতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব রাতেই মিজানকে রাজাপুর থানা পুলিশে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মিজান মোল্লা। সে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া এলাকার মো. খলিল মোল্লার ছেলে ও মামলার প্রধান আসামি।
পুলিশ জানায়, গত ১১জুন বিকালে নাসিমা বেগমের মেয়ে কেয়া মনি সহপাঠীদের সাথে উত্তমপুর বাজারে ছবি তুলে বাড়ি ফেরার পথে মিজান তার সহযোগীদের সহায়তায় রাস্তার মধ্যে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে হাত ধরে টানাটানি করিয়া শ্লীলতাহানী করে। এ ঘটনা নিয়ে কেয়ামনি বিভিন্ন প্রশ্নের সম্মূখীন হলে লজ্জায় ১৩ জুন নিজ ঘরের দ্বিতীয় তলার আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে প্রকৃত ঘটনা বিভিন্ন জনের মাধ্যমে জানতে পেরে গত ১৮জুন কেয়া মনির মা নাসিমা বেগম বাদী হয়ে দুইজনকে অজ্ঞাত করে মোট পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর- ০৭।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, রবিবার দুপুরে মিজানকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap