-
- বরিশাল, সারাদেশ
- ঝালকাঠিতে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
- প্রকাশের সময়ঃ মার্চ, ১৬, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ
- 239 বার পড়া হয়েছে
আবু সায়েম আকন, ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির উপস্থিত থেকে রাজাপুর ও কাঠালিয়ার ২১ জন দরিদ্র মানুষের হাতে চিকিৎসা সহায়তায় জন্য ৯ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। উপজেলা আাওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ আয়োজন করেন।
চেক বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
চেক বিতরণের সময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খাইরুল আলম সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা ডিপেটি কমান্ডার দুলাল সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ডেজলিং প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির নিজ উদ্যেগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে আসছেন।
এ বিভাগের আরো সংবাদ