আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ভোটার দিবস পালিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিন যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজাপুর উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই আয়োজন করে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, শিক্ষক জাকির হোসেন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap