বিশেষ প্রতিনিধি (লালমনিরহাট)
লালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গেলে একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক কে পিটিয়ে গুরুতর আহত করে মৃত্যুর হুমকি দিয়েছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী। আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঐ সংবাদ কর্মীকে।
বুধবার(১৫-০৬-২০২২) বিকাল পাঁচটার দিকে কালীগঞ্জ থেকে সংবাদ সংগ্রহ করে বাসায় ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রহবি গ্রামে পৌছালে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে তার গতিরোধ করে।
এর আগে বিকেলে সংবাদ সংগ্রহ করাকালে ঘটনাস্থলে এক ভুক্তভোগী মহিলার বক্তব্য রেকর্ড করা কালীন, ঐ সাংবাদিককে মৌখিকভাবে হুমকি প্রদান করে যেন এই সংবাদ সংগ্রহ ও প্রকাশ না করা হয়।
সাব্বির আহমেদ বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। আহত সাংবাদিক সাব্বির আহমেদ বলেন কালীগঞ্জ থেকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তার উপর এই সন্ত্রাসী হামলা চালায় এলাকার চিহ্নিত কাদের ও গফুরের নেতৃত্বে থাকা ওই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা।
এ সময় মোটরসাইকেল থেকে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে।
এক পর্যায়ে তারা ওই সাংবাদিকের সাথে থাকা ক্যামরা, নগদ টাকাসহ বেশ কিছু তথ্য সম্বলিত কাগজপত্র ছিনিয় নেয় এবং ক্যামেরাটি ভেঙ্গে ফেলে।
এসময় ওই ক্যাডার বাহিনীর সদস্য কাদের ও গফুর সাংবাদিক সাব্বির আহমেদকে তাদের কোন সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি প্রদান করে বলেও জানান সাব্বির।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকার মানুষ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা অনতিবিলম্বে ঘটনার সাথ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটি এম গোলাম রসুল ঘটনার পরদিন সাংবাদিককে দেখতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং তিনি বলেন, ঘটনাটির ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি আজ সকালে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হয়েছে, তারা পলাতক রয়েছে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।