আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তানোরের কামারগাঁ ইউপি আ’লীগের নির্বাচনী বর্ধিত সভা 

সারোয়ার হোসেন,( রাজশাহী) তানোর :
আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার ১নং কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৮ অক্টোবর) বিকেলে কামারগাঁ ইউনিয়নের চৌবাড়িয়া বাজারে আওয়ামী লীগের এ নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মালশিরা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে রাব্বি মিঞা ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রামকমল সাহা, সহ সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু প্রমূখ।
উক্ত বর্ধিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, শেখ হাসিনা সরকার আছে বলেই আজ প্রতি মাসে ৩০ কেজি করে বিনামুল্যে চাল পাচ্ছেন। শেখ হাসিনা সরকার মানেই উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার মানেই মানব কল্যাণের সরকার। শেখ হাসিনা মানেই বাংলাদেশ।
নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। সেই প্রতীক পেয়েছেন যারা তাদেরকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে ইউপি এলাকার বাকি উন্নয়ন কাজ করার সুযোগ করে দিবেন। আরো বলেন, নৌকা মনোনীত ব্যক্তিরা চেয়ারম্যান হয়েছিল বলেই আজ দেশের মানুষ ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছেন। আপনারা শুধু ভোট দিলে হবেনা, আপনারা নৌকার জন্য মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন। অনেকে মন ভুলানো কথা বলবে সে কথায় কান দিবেন না। আগামী ১১ নভেম্বর নৌকার প্রার্থীদের বিজয় ঘটাবেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap