আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় ঈদে মিলাদুন্নবী( সাঃ) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম- খাগড়াছড়ি( মাটিরাঙ্গা):
বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।মাটিরাঙ্গা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ জশনে জুলুসের আয়োজন করে।
বুধবার (২০অক্টোবর)সকালের দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী নেতৃত্বে পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুস শোভাযাত্র শুরু হয়ে মাটিরাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি ফ্রীডম স্কোয়ারে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে হাজার, হাজার আশেকে রাসূলদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আশেকে রাসুল এয়ার আহাম্মেদ জামসেদ’র সঞ্চালনায়,আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার  সভাপতি  মাওলানা মুফতি আবুবক্কর ছিদ্দিক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান  আনিসুজ্জামান ডালিম,গাউসিয়া কমিটির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মহানবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের শ্রেষ্ঠ আদর্শ উল্লেখ করে বলেন, একমাত্র তাঁর আদর্শ অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই ইহকালীন ও পরকালীন জীবনের মুক্তি পাওয়া সম্ভব।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার  সাংগঠনিক সম্পাদক মো.নাজমুল হোসেন,মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আশেকে রাসূল সহ অনেকে উপস্থিত ছিলেন।
শেষে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap