আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্নীতিগ্রস্ত কলেজ

পাবনায় দুর্নীতিগ্রস্ত কলেজ অধ্যেক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন চলমান। জেলা প্রশাসকসহ দুদক আঞ্চলিক কার্যালয়ে স্মারকলিপি প্রদান।

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

শতবর্ষের ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারনের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছে সাধারন শিক্ষার্থীরা।

এরই অংশ হিসাবে আজ১৫ সেপ্টম্বর (বুধবার) দুপুরে সাধারন শিক্ষার্থীদের একাংশ পাবনা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধ কর্মসূচি পালন করে। সাধারন শিক্ষর্থীরা ব্যানার নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখানে সাধারন শিক্ষার্থীরা কিছু সময় মানবন্ধন দাড়িয়ে পরে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ ও মানবন্ধনে সাধারন শিক্ষার্থীরা বলেন, বর্তমান কলেজের দায়িত্বরত দুর্নীতিবাজ অধ্যক্ষ কলেজের বিভিন্ন তহবিল হতে নামে বেনামে চেকের মাধ্য অর্থ উত্তোলন করে সেই অর্থ আত্মসাত করেছেন। এই অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের আলোকে দুর্নীতি দমন কমিশন দুদক দীর্ঘ সময় তদন্ত করে তার বিরুদ্ধে প্রায় ৫৭ লক্ষ টাকা অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির কারনে তিনি এখনো এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।

শিক্ষার্থীরা আরো বলেন, এই অধ্যক্ষ কলেজের বেশিরভাগ সময় বাসভবনসহ রাজশাহীতে পরিবারের সাথে সময় কাটান।তারবিরুদ্ধে কোন কথা বল্লে তিনি প্রশাসনসহ প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানী করেন। তার ভয়ে সাধান শিক্ষার্থী ও শিক্ষকেরা কথা বলতে সাহস করেনা। তিনি সন্ধার পরে তার অফিস কক্ষে জুয়া ও নেসা করেন বলেন অভিযোগ করেন সাধারন শিক্ষর্থীরা। তাই অতিদ্রুত এই অযোগ্য দুর্নীতিগ্রস্থ অধ্যক্ষকে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে অপসারণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন।

এছাড়া আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা মানবন্ধন শেষে পাবনা জেলা প্রশাসক, পুরিশ সুপার ও দুদক পাবনা আঞ্চলিক অফিসে অধ্যেক্ষের অপসারণের দাবিতে স্বারক লিপি প্রদান করেন।

আগামী ৭২ ঘন্টার মধ্যে এই অধ্যক্ষের অপসারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্ঠি কামনা করেন তারা। এছাড়া গত ১২ সেপ্টম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ করে সাধারন শিক্ষার্থীরা। জেলার প্রতিটি স্থানে দুর্নীতিগ্রস্থ দুদক মামলার আসামী অধ্যক্ষের বিরুদ্ধে পোস্টার লাগিয়ে আন্দোলন করছেন সাধারন শিক্ষার্থীরা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap