যশোরের কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূর্লভ ছবি সম্বলিত মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে।
গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মঙ্গলবার মুজিব কর্নারের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহম্মেদ জিয়াউর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন এ ছাড়া গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্হিত ছিলেন।