আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেশবপুরে সরকারী পরিসেবায় দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

ঝন্টু, কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কোভিড-১৯ কালীন সময়ে সরকারী পরিসেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুরের  সাগরদাঁড়ি ইউনিয়ন দলিত পরিষদের সহ-সভাপতি বাসন্তি রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল রহমান মুক্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা দলিত পরিষদেও সভাপতি সুজন দাস, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য ও প্রভাষক কুন্তল বিশ্বাস  বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস সবুর, কাজী মহব্বত আলী,  জালাল উদ্দীন, আনোয়ারা, মনোয়ারা বেগম, কবিতা খাতুন, পুষ্প রানী দাস, যাদব দাস প্রমুখ। এডভোকেসী সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম, শরিফ আহমেদ ও সাহিদা খাতুন।

এডভোকেসী সভায় কোভিড কালীন সময়ে সরকারী বিভিন্ন পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং ও ঐচ্ছিক কমিটিতে দলিতদের প্রতিনিধি অন্তর্ভুক্তি, সরকারী বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে দলিতদের অগ্রাধিকার, গৃহহীন প্রকল্পের ঘর বিতরনে দলিতদের অগ্রাধিকার, কৃষি ও অকৃষি খাস জমি বন্দবস্তের ক্ষেত্রে দলিত ভমিহীনদের অগ্রাধিকার, ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে দলিতদের  জন্য বরাদ্দকৃত বাজেট দলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান ও নারীদের  দক্ষতা উন্নয়নে ব্যয়ের জন্য জোর দাবী জানান।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap