আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কাউটসের কাউন্সিল

কেশবপুরে স্কাউটসের কাউন্সিল অনুষ্ঠিত

ঝন্টু কেশবপুর যশোর  প্রতিনিধি:

যশোরের কেশবপুরে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।আজ ১৮/৯/২১ শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক কাউন্সিলে শিক্ষক নূরুল ইসলাম খানকে কমিশনার ও দিন ইসলামকে সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ওই কমিটিতে নাজমুল হুদা বাবুকে কোষাধ্যক্ষ, আব্দুল হালিমকে যুগ্ম সম্পাদক, মুনতাজ উদ্দিন, নিখিল চন্দ্র দাস, হযরত আলী ও আলী রেজাকে গ্রুপ কমিটির সভাপতি এবং সুপার আবুল হালিম ও শিক্ষক জাহাঙ্গীর আলমকে পরিদর্শক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সম্পাদক দিন ইসলামের সঞ্চালনায় ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তৃতা করেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা সিনিয়র সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা স্কাউটসের কমিশনার নূরুল ইসলাম খান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক নওশাদ আলী, নাজমূল হুদা বাবু, সুলতানা শারিফুন্নেছা, মুনতাজ উদ্দিন, সুপার আব্দুল হালিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্কাউটস আত্মমর্যাদায় বিশ্বাসী ও সকলের বন্ধু। স্কাউটসের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো মনের হয়ে ওঠে। তারা ছোট বেলা থেকেই নেতৃত্ব দিতে শেখে। নতুন শিক্ষার্থীদের মাঝে স্কাউটসের কার্যক্রম তুলে ধরে তাদেরকে উদ্বুদ্ধ করলে তারাও মানব সেবায় সম্পৃক্ত হতে পারবে। স্কাউটস করোনাকালে জনগণকে সরকারি নির্দেশনা মানাতে ব্যাপক ভূমিকা রেখেছে। যা প্রশংসার দাবিদার।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap