ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে সড়ক দূরঘটনায় মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী এক নারী গুরুত্বর আহত হয়েছেন। আজ
মঙ্গলবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর শহরের মধ্যকুল ট্রাক টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তজিম উদ্দীন (৩৫) উপজেলার আটন্ডা গ্রামের ইবাদ আলীর ছেলে। দুর্ঘটনায় আহত নারী
নাসরিন বেগম (৩০) মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি যশোরের দিক থেকে এক মহিলাকে
নিয়ে কেশবপুরের দিকে আসছিল। পথিমধ্যে কেশবপুরের মধ্যকুল ট্রাক টার্মিনালএলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক
খুঁটির সাথে সজোরে আঘাত করে। এসময় মোটরসাইকেল চালকের মাথায় গুরুতর
আঘাত পায় এবং পেছনে থাকা নারী যাত্রী আহত হয়। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে
আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
মোটরসাইকেল চালক তজিম উদ্দীনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত নারী
হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসানুল মিজান
রুমী জনান, সড়ক দূর্ঘটনায় ২ জন আহত ব্যক্তির মধ্যে মটর সাইকেল চালকের মাথায়
মারাত্মক আঘাত লাগাই অতিরিক্ত রক্তক্ষরনের কারণে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু
হয়েছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, সড়ক
দূর্ঘটনার এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছেহস্তান্তর করা হয়েছে।