আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জননেতা ওয়াজিউদ্দীন খানের মৃত্যুতে জেলা মহিলা লীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল।

পাবনা প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জননেতা ওয়াজউদ্দীন খানের মৃত্যুতে পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি’র সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাসুন্নাহার রেখার পরিচালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহেজাবিন শিরিন পিয়া। পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোকেয়া খাতুন, মাহমুদা রব মলি, যুগ্ম সম্পাদক নিহার আফরোজ জলি, সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন, লাইলী বেগম, হাসিনা খাতুন সীমা, আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবি সামিতির সম্পাদক ইতি হোসেন স্বপ্না, কৃষি বিষয়ক সম্পাদক হাসি ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফিরোজা খাতুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক স্নিগ্ধা, সদর থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা শিরিন, সাধারণ সম্পাদক শামীমা শিখা, জেলা সদস্য নিরা খোন্দকার, সাজেদা বেগম, সালেহা খাতুন, শিমুল, সদর থানার নেত্রী মরিয়ম, ফরিদা, ইনসান, পৌর মহিলা আওয়ামীলীগের মারুফা, কৃষ্ণা, লিপি, মরহুম ওয়াজিউদ্দীন খানে কন্যা ও জেলা যুব মহিলালীগের সহ-সভাপতি তৌহিদা তানমান খান সাথী, জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জন্নাত, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাড. আরেফা খাতুন শেফালী, সাধারণ সম্পাদক কহিনুর ফেরদৌস কনা, সহ-সভাপতি আইরিন কিবরিয়া, পৌর যুব মহিলালীগের সভাপতি সাদিয়া আরেফিন কথা, সাধারণ সম্পাদক শিউলী আক্তার, সঁাথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা। এছাড়াও হাবিবা বেগম, গোলাপী, হাসিনাসহ জেলার সকল উপজেলার মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় মরহুম ওয়াজিউদ্দীন খান সহ পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি’র মায়ের মৃত্যুসহ মৃত্যুবরণকারী সকল নেতৃবৃন্দের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap