কেশবপুর (যশোর ) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে শরীফ খান ওরফে জিল্লুর রহমান নামে এক ব্যক্তিকে গাজাসহ আটক করেছে পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
কেশবপুর থানা সুত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের নির্দেশে শুক্রবার রাতে থানার উপপরিদর্শক অরুপ কুমার বসু, তাপস কুমার রায় ও শেখ আশরাফুল আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৌর শহরের মধ্যকুল এলাকায় কেশবপুর ফিলিং ষ্টেশনের সামনে থেকে শরীফ খান ওরফে জিল্লুর রহমান (৪২) কে আটক করে।
ওই সময় তার কাছ থেকে ১ শ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। সে পৌর শহরের মধ্যকুল এলাকার এনামুল হকের ছেলে। সে পৌর শহরের প্রভাবশালী একজন জনপ্রতিনিধির ছত্রছাড়ায় থেকে মাদকের ব্যবসা করে আসছিলো বলে পুলিশ জানায়।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, গাজা সহ শরীফ খান ওরফে জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদকের সাথে সম্পৃক্ত থাকায় পুলিশের তালিকা ভুক্ত ছিল। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও দমন আইনে মামলা হয়েছে।
শনিবার সকালে তাকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, কেশবপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যহত থাকবে।