আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে করোনা সংক্রমন রোধে জনসচেতনতা কার্যক্রম

কুড়িগ্রাম প্রতিনিধি :

সীমান্ত জেলা কুড়িগ্রামে করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়ায় জনসচেনতা কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে শহরের পৌরবাজার থেকে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মো: রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, তথ্য বিভাগের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।

এ সময় করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২২ দশমিক ৪১ শতাংশ। গত মে মাসে এ জেলায় আক্রান্তের হার ছিল ১১ দশমিক ৩১ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের।

 

 

 

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap